গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
পাবনা জেলা কার্যালয়, পাবনা।
dncrp.pabna.gov.bd
নথি নং- ২৬.০৪.৭৬০০.৫০৬.০৪.০০১.২০-২৭০ তারিখঃ ১২ জুলাই ২০২০
বিষয়ঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়, পাবনা এর বাজার তদারকিমূলক বাজার অভিযান
পরিচালনায় সহায়তা গ্রহণ প্রসঙ্গে।
সূত্রঃ নথি নং-২৬.০৪.৮১০০.৫০১.০৪.০০১.২০-২৬৪। বিভাগীয় কার্যালয়, রাজশাহী। তারিখঃ ২৯ জুন ২০২০ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়, পাবনা এর নের্তৃত্বে আগামী ১৫ জুলাই ২০২০ খ্রিঃ রোজ বুধবার আটঘরিয়া উপজেলায় বাজার অভিযান পরিচলিত হবে। এমতাবস্থায়, অভিযানটি নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে নির্ধারিত তারিখে সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা-র সম্মুখে যানবাহনসহ উপস্থিত রাখার জন্য সদয় অনুরোধ করা হ’ল।
পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, পাবনা। |
স্বাক্ষরিত ১২/০৭/২০২০ (মোঃ আব্দুস সালাম) সহকারী পরিচালক ফোন নং- ০৭৩১-৬৪৪৬৭ ad-pabna@dncrp.gov.bd |
সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি প্রেরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা।
২। উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
৩। পুলিশ সুপার, পাবনা।
৪। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা।
৫। উপজেলা নির্বাহী অফিসার, আটঘরিয়া উপজেলা, পাবনা।
৬। ভারপ্রাপ্ত কর্মকর্তা, আটঘরিয়া থানা, পাবনা।
৭। আর আই পুলিশ লাইনস্, পাবনা।
৮। অফিস কপি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS