Wellcome to National Portal
Main Comtent Skiped

Resent Activities
  • সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

 

ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ কার্যক্রম তৃণমুল পর্যায়ে বিস্তৃতির লক্ষ্যে পাবনা জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ১০ অনুসারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং প্রবিধানমালা ২০১৩ অনুসারে ৯ টি উপজেলায় উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি কমিটি ও ৭৪ টি ইউনিয়নে ইউনিয়ন ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে পাবনা জেলা শহর ও পাবনা জেলার বিভিন্ন উপজেলাতে মোবাইল টিম কর্তৃক ১৫ জুন ২০২০ পর্যন্ত সর্বমোট ৩০৯ টি অভিযানে ৫৮৩ টি প্রতিষ্ঠানে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সর্বমোট ৫৫,৬৪,৫০০/-(পঞ্চান্ন লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত টাকা মাত্র) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল উপজেলা ও ইউনিয়নে ভোক্তা অধিকার বিষয়ক পোস্টার/স্টিকার লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে।  জেলা ও সকল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার/আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে কতিপয় অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ভোক্তাদের অভিযোগ গ্রহণের লক্ষ্যে জেলা কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। পাবনা জেলার অধীন উপজেলাসমূহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।